দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজৈন সীমান্ত থেকে দুই বাংলাদেশি কৃষককে ধ*রে নিয়ে গেছে বিএসএফ। এ ঘটনার জেরে দুই ভা/র/তীয় নাগরিককে ধ*রে এনেছে গ্রামবাসী।


স্থানীয় সূত্রে জানা যায়, বিরলের ধ*র্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে ধান কাটছিলেন মাসুদ ও এনামুল নামের দুই কৃষক। শুক্রবার বেলা ১২টার দিকে ৩২০ মেইন পিলারের সাব পিলার ৯ ও ১০ এর মাঝামাঝি থেকে তাদের ধ*রে নিয়ে যায় বিএসএফ।


এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে দুই ভা/র/তীয় নাগরিককে ধরে এনেছে গ্রামবাসী। তাদের নাম অবিনাশ টুডু ও ফিলিপ সরেন। তাদের কারুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে বলে জানা গেছে।


শেষ খবর পাওয়া পর্যন্ত দুই দেশের নাগরিক বিনিময়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।



Reviewed by Kaku on May 02, 2025 Rating: 5

No comments:

Dangerous Force 2012-19
Powered by Blogger.