গাজা উপত্যকায় ইসরাইলের চলমান গণহত্যামূলক হামলা এবং দখলদারিত্ব সম্প্রসারণের মধ্যে গত মাসে সৌদি আরবের সাথে যৌথভাবে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনকালে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানান, আগামী কয়েক মাসের মধ্যে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে তার দেশ।
ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, চলমান ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নিয়ে আগামী জুনে নিউইয়র্কে একটি সম্মেলন হবে। সৌদি আরবের সঙ্গে এ সম্মেলনের কো-চেয়ার হিসেবে থাকবে ফ্রান্স। সম্মেলনটি একটি সন্ধিক্ষণ হিসেবে চিহ্নিত হতে পারে।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন মতে, গত বুধবার (৩০ এপ্রিল) সরকারের আন্তর্জাতিক সম্পর্ক ও প্রতিরক্ষা কমিটির সাথে এক বৈঠকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি নিশ্চিত করেন যে, আগামী জুন মাসে নিউইয়র্কে জাতিসংঘের সম্মেলনে ফিলিস্তিনি রাষ্ট্রের ব্যাপক স্বীকৃতির ঘোষণার বিষয়ে লন্ডন প্যারিস ও রিয়াদের সাথে আলোচনা করছে।

No comments: